বিগত বছরগুলোর বোর্ড পরীক্ষা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কলেজের সৃজনশীল এবং বহুনির্বাচনী প্রশ্নমালা বিশ্লেষণ করে আমরা এমনভাবে একেকটি অধ্যায় সাজিয়েছি যেন একজন HSC পরীক্ষার্থী স্বল্প সময়ে সর্বোচ্চ প্রস্তুতি নিতে পারে।
এবারের সংস্করণে অধ্যায়ের শুরুতেই ঐ অধ্যায়ের সকল গুরুত্বপূর্ণ চিত্র একসাথে দেওয়া হয়েছে।
প্রতিটি সৃজনশীল প্রশ্নের উত্তর আমাদের কন্টেন্ট টিম কর্তৃক এমনভাবে প্রস্তুত করা হয়েছে যেন একজন শিক্ষার্থী পরীক্ষায় সর্বোচ্চ নম্বর অর্জন করতে পারে। প্র্যাকটিস সৃজনশীল অংশের সমাধান তোমরা QR কোড স্ক্যান করে দেখতে পারবে।
এবার প্রতিটি অধ্যায়ের বহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশের ঠিক আগে MCQ TRICKS দেওয়া হয়েছে যেন তোমাদের জন্য উত্তর করা সহজ হয়। MCQ প্রশ্নের জন্য প্রয়োজনীয় ব্যাখ্যা প্রদান করা হয়েছে।
বইয়ের শেষে বোর্ড স্ট্যান্ডার্ড দুইটি মডেল টেস্ট সংযোজিত হয়েছে যার সমাধান তোমরা QR কোড স্ক্যান করে দেখতে পারবে।
